মানুষ ও প্রকৃতি ২০
আন্তর্জাতিক জায়ান্ট পান্ডা সুরক্ষা সহযোগিতা প্রোগ্রামের আওতায় বছর দশেক এখানে থাকবে তারা।
এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে পান্ডা পাঠালো চীন। ২৭ জুন জায়ান্ট পান্ডা জুটি ইয়ুন ছুয়ান এবং সিন পাওকে ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নতুন পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে সহায়তা করার জন্য সিসিআরজিপি দুইজন রক্ষক এবং একজন পশুচিকিত্সককে জাতীয় চিড়িয়াখানায় পাঠিয়েছে।
তাদের সঙ্গে মার্কিন পান্ডা বিশেষজ্ঞরা কাজ করবেন। চীন ও মার্কিন উভয়দেশের বিশেষজ্ঞরা স্মিথসোনিয়ান ন্যাশনাল চিড়িয়াখানায় পান্ডা জুটির স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার জন্য যৌথভাবে কাজ করবেন।
জায়ান্ট পান্ডা বিশ্বের এক অনন্য প্রানী। চীন এদের আদি নিবাস। চীনের সিছুয়ান প্রদেশে বন্য পান্ডার প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল রয়েছে। সিছুয়ানে বেশি সংখ্যক বন্য পান্ডা রয়েছে। এছাড়া শায়ানসি এবং কানসু প্রদেশেও কিছু কিছু বন্য পান্ডার দেখা মেলে।
একসময় পরিবেশ ধ্বংসসহ বিভিন্ন কারণে বন্য অবস্থায় পান্ডার সংখ্যা কমে যায়। পান্ডাকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। তবে পান্ডার সংরক্ষণ এবং সংখ্যা বৃদ্ধির জন্য কয়েূক দশক ধরেই চীনে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কাজ চলছে। বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার ফলে বন্য অবস্থায় পান্ডার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ২০২১ সালে চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা কর্তৃপক্ষ ঘোষণা করেন যে জায়ান্ট পান্ডা আর বিপন্ন প্রজাতির প্রাণী নয়। বরং তাদের ভালনারেবল শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।