মানুষ ও প্রকৃতি ১৬
আগস্টের শেষ নাগাদ টিবেটান অ্যান্টিলোপদের সন্তান জন্মদান মৌসুম সমাপ্ত হয়েছে। নতুন প্রযুক্তির মনিটরিং সরঞ্জাম দিয়ে তাদের সংখ্যাবৃদ্ধির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
থ্রি রিভার সোর্স ন্যাশনাল পার্ক অ্যডমিনিস্ট্রেশনের ইকোলজিকাল মনিটরিং ইনফরমেশন সেন্টারের একজন কর্মী ওয়াং ইয়ুয়ে,। তিনি বলেন, ‘উবেই ব্রিজ মনিটরিং পয়েন্ট থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একশর বেশি টিবেটান অ্যান্টিলোপরা পরিযায়ন করছে।’
মনিটরিং সিস্টেমটিতে এখন ১ লাখ ৯০ হাজার ৭০০ বর্গকিলোমিটার জুড়ে এক হাজারের বেশি মনিটরিং সাইট রয়েছে, যা সাধারণ এলাকার পরিবেশগত ধরন, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং বন্যপ্রাণী সম্পর্কে রিয়েল-টাইম ডেটা প্রদান করে।
আগের পদ্ধতির বদলে এখনস সিনিং সিটির কম্পিউটিং সেন্টারে ডেটা ক্রমাগত পাঠানো হয়। আগের পদ্ধতিতে কর্মীদের ম্যানুয়ালি ডেটা সংগ্রহ করতে হত।
ইকোলজিকাল মনিটরিং ইনফরমেশন সেন্টারের পরিচালক চিন তাইইং জানান, পার্ক পরিদর্শন, ডেটা যাচাইকরণ এবং জমা দেওয়ার কাজগুলো সম্পূর্ণ করতে আগে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগত। এখন, তারা ম্যাক্রো-রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ডেটা সংগ্রহ করতে পারেন, জমা দিতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে বিগ ডেটা সেন্টারে বিশ্লেষণ করতে পারেন।