মানুষ ও প্রকৃতি ১২
ইয়াংজি-স্টার্জন ডাব্রি’স স্টার্জন নামেও পরিচিত । এই প্রজাতি বিশ্বের প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণীর অন্যতম।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
সুপ্রিয় শ্রোতা
জেনে নিই ব্যালকনি বাগানের টিপস:
বারান্দায় টবের গাছে প্রয়োজনের চেয়ে বেশি পানি দিলে শিকড় পচে যেতে পারে।
বৃষ্টির মধ্যে বারান্দার বাগানে পানি দেয়ার প্রয়োজন নেই। পানি দেয়ার আগে পরীক্ষা করে দেখবেন টবের মাটি ভেজা না শুকনো। তবে গাছে যখন ফুল আসে তখন পানির চাহিদা বেড়ে যায়। ফুল ধরেছে এমন গাছে প্রতিদিনই পানি দেয়া প্রয়োজন।
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ