মানুষ ও প্রকৃতি ১২
যা রয়েছে এবারের পর্বে
১.মাদাগাস্কারের আইকন লেমুর
২. ইয়াংজি নদীতে বিপন্ন প্রজাতির স্টার্জন ফিশ
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
মাদাগাস্কারের আইকন লেমুর
মাদাগাস্কারের অরণ্য। এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাচ্ছে লেমুর। মজার তাদের ভাবভঙ্গী। প্রাইমেট প্রজাতির মধ্যে সবচেয়ে বিপন্ন হলো লেমুর। এই প্রাণীকে রক্ষা করতে মাদাগাস্কারে স্থাপন করা হয়েছে লেমুর পার্ক। চলুন ঘুরে আসি এই পার্ক থেকে ।
গভীর অরণ্য। এখানে উচুঁ উচুঁ গাছের ডালে দোল খায় লেমুর। এক গাছ থেকে লাফিয়ে যায় অন্য গাছে। উত্তর পশ্চিম মাদাগাস্কারে অবস্থিত লোকোবে প্রাকৃতিক সংরক্ষিত অরণ্য পার্কে এসেছি আমরা। এখানে বাস করে কালো লেমুর, ওয়েসেল লেমুর এবং মাউস লেমুর।
লেমুর হলো মাদাগাস্কারের আইকনিক স্পিসিস। প্রাইমেট গোত্রভুক্ত কিছু প্রাণীর সমষ্টিগত নাম লেমুর। লেমুর শব্দের অর্থ ভুতের মতো। রাতের অন্ধকারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায় বলে ওদের এই নাম।
প্রাইমেটদের মধ্যে সবচেয়ে বিপন্ন গোষ্ঠী হিসেবে লেমুরকে গণ্য করা হয় এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) লেমুরকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে।