মানুষ ও প্রকৃতি ১০
ওরা কিন্তু বেশ লাজুক। একা একা থাকতেই বেশি ভালোবাসে। রেড পান্ডা চীনের বন্য প্রাণী সুরক্ষার তালিকায় প্রথম শ্রেণীতে রয়েছে। বন্য পরিবেশে এদের আবার ফিরিয়ে দেয়ার জন্য চলছে নিরন্তর গবেষণা।
বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার প্রভাব আগামীর দিনগুলোতে আরও বাড়তে পারে।
একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো প্রকৃতি সংবাদ
ফিনলেস পরপয়েসের শাবকটি বেড়ে উঠছে
চীনের ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েস বা ডানাহীন শুশুক একটি ক্রিটিকালি এনডেনজারড স্পিসিস। বিভিন্ন রকম নদী দূষণের ফলে এই প্রজাতি একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। তবে দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সুরক্ষামূলক কর্মকাণ্ডের ফলে এখন এই প্রজাতিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সম্প্রতি ফিনলেস পরপয়েসের একটি শাবক জন্ম নিয়েছে উহানের পাইচি পরপয়েস মিউজিয়ামে। সেই শাবকটির সাম্প্রতিক খবর ।
ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েস প্রজাতির ছেলে বাচ্চাটি বেশ বৃদ্ধি পেয়েছে। মধ্যচীনের হুবেই প্রদেশের উহানের চাইনিজ একাডেমির ইন্সটিটিউট অব হাইড্রোবায়োলজির বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েস ফুচিউ একটি মেয়ে শুশুক। উহান পাইচি পরপয়েস মিউজিয়ামে সম্প্রতি সে একটি ছেলে শাবকের জন্ম দেয়।
ইয়াংজি নদীর পরপয়েস একটি বিপন্ন প্রজাতির বা ক্রিটিকালি এনডেনজারড জলজ প্রাণী। তারা দুষ্টু হাসি ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েসের বুদ্ধি গোরিলার সমতুল্য।
বাচ্চা ছেলে শুশুকটি বেশ বড় হয়ে উঠেছে। তার মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া হচ্ছে। বাচ্চাটি এখন মাতৃদুগ্ধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবারে অভ্যস্ত হচ্ছে।
জন্মের তিন মাস পর বাচ্চাটিকে ছোট মাছ দেয়া হবে। দেড় থেকে দুবছর বয়সে তাকে মায়ের কাছ থেকে আলাদা করে ভিন্ন দলে রাখা হবে।