দেহঘড়ি পর্ব-৯৯
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ও নিরাময় নিয়ে আলোচনা ‘ভালো থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের পুষ্টিগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।
# আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি হৃদরোগের নানা দিক নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, বিশ্বে ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের দুই-তৃতীয়াংশের বাস বাংলাদেশসহ নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে। বাংলাদেশে বছরে ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করেন, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। দেশে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্কের মধ্যে এক জনের উচ্চ রক্তচাপ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে দেশে তরুণদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি পাঁচ জন তরুণের মধ্যে এক জন হৃদরোগ ঝুঁকিতে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, পৃথিবীব্যাপী মোট মৃত্যুর ৩২ শতাংশ হয়ে থাকে হৃদরোগ এবং রক্তনালির রোগের কারণে। তারা বলেন, উচ্চ রক্তচাপের চিকিৎসা করা না হলে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল এবং হার্ট বিট অনিয়মিত হওয়ার আশঙ্কা থাকে। হৃদরোগের কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তিনি কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ।
# স্বাস্থ্য প্রতিবেদন
ফুসফুস ক্যান্সারে আক্রান্তের শীর্ষে পুরুষ, স্তন ক্যান্সারে নারী
সারাবিশ্বের মতো বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা পুরুষ রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হাসপাতালে আসা রোগীদের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়, শতকরা বিবেচনায় প্রায় ২৬ শতাংশ পুরুষ রোগীর ফুসফুর ক্যান্সার রয়েছে। আর ২৯ শতাংশ নারী স্তন ক্যান্সারে ভুগছেন।