বাংলা

যে নিয়ম মানলে ফাটবে না ঠোঁট

CMGPublished: 2022-11-25 20:31:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এখন তো অনুষ্ঠানের সময়। ইতিমধ্যেই যাদের ঠোঁট ফেটে গেছে তারা কি তাহলে লিপস্টিক ছাড়াই অনুষ্ঠানে যাবেন? তাঁদের জন্য পরামর্শ, তাঁরা সাজগোজের ঠিক এক ঘণ্টা আগে থেকেই ঠোঁটে পুরু করে গ্লিসারিন লাগিয়ে রাখুন। তবে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না। ম্যাট লিপস্টিক ত্বককে আরও শুষ্ক করে। এর বদলে বরং গ্লসি লিপস্টিক ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্কিন বিশেষজ্ঞরা। আর লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই প্রাইমার লাগিয়ে নিন।

পানি করুন পর্যাপ্ত পরিমাণে

প্রচুর পরিমাণে পানি পান করুন। ভিটামিন সি–সমৃদ্ধ ফল ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই শীতে আমলকী, কমলার মতো ভিটামিন সি–সমৃদ্ধ ফল খেতে পারেন। পাশাপাশি খাদ্যতালিকায় ভেজিটেবল স্যুপ রাখার চেষ্টা করুন। ভেজিটেবল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

যা কখনোই করবেন না:

১. অনেকেই এই সময় জিব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেন। এটা একেবারেই করা যাবে না। ঠোঁট শুষ্ক মনে হলেই লিপবাম ব্যবহার করুন।

২. কখনোই লিপস্টিক না তুলে ঘুমাতে যাবেন না। লিপস্টিক তুলতে অবশ্যই অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন। এ ছাড়া শীতের সময় ঠোঁটে দীর্ঘক্ষণ লিপস্টিক না লাগিয়ে রাখাই ভালো।

৩. সাবান বা ফেসওয়াশ কখনোই ঠোঁটে ব্যবহার করবেন না। এতে ত্বক আরও শুষ্ক হয়ে ওঠে

আশা করা যায় এই নিয়মগুলো মেনে চললে এবারের শীতে সুস্থ থাকবে ঠোঁট আর আপনি থাকবেন সতেজ ও লাবণ্যময়ী।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn