বাংলা

দেহঘড়ি পর্ব-৮৫

cmgPublished: 2022-09-02 19:32:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে এক সাক্ষাত্কারে লি বলেন, "আমরা শিগগির (লাওসে পরিচালিত) প্রথম পর্বের পরীক্ষার তথ্য-উপাত্ত প্রকাশ করব।" “সেখানে আমাদের টিকার দ্বিতীয় পর্বের ট্রায়াল চলছে সুষ্ঠুভাবে। প্রথম পর্বের পরীক্ষার উপাত্তে আমাদের এই আস্থা তৈরি হয়েছে যে, আমাদের টিকার কার্যকারিতা ও সুরক্ষা হবে খুব ভালো।”

এ টিকা তৈরি জন্য স্টেমির্না থেরাপিউটিকস এর আগে ১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান পুঁজি সংগ্রহ করে। - রহমান

## আপনার ডাক্তার

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ব্রেস্টফিডিং ও স্তন ক্যান্সারের সম্পর্ক নিয়ে আলোচনা। এটা অনেকে জানেন, বুকের দুধ খাওয়ানো হলে একটি শিশু একটি সুস্থ জীবন শুরু করতে পারে। তবে ব্রেস্টফিডিংয়ের এটা একমাত্র স্বাস্থ্য সুবিধা নয়। এটা স্তন ক্যান্সারের ঝুঁকিও কমায়। গবেষণা দেখা যায়, যেসব মা বুকের দুধ খাওয়ান তাদের মেনোপজ বা রজঃনিবৃত্তির আগে ও পরে স্তন ক্যান্সারের ঝুঁকি কম। ছয় মাসের বেশি সময় ধরে বুকের দুধ খাওয়ানো হলো সেটা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে মাকে অতিরিক্ত সুরক্ষা দিতে পারে।বেশিরভাগ নারী, যারা বুকের দুধ খাওয়ান, তারা স্তন্যপান করানোর সময় হরমোনের পরিবর্তন অনুভব করেন যা তাদের মাসিক বিলম্বিত করে। এর ফলে স্তনক্যান্সারের কোষ বৃদ্ধির জন্য দায়ী ইস্ট্রোজেনের মতো হরমোন কমায়। উপরন্তু গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ানোর কালে স্তনের টিস্যু ঝরে যায়। এর ফলে ডিএনএ’র জন্য সম্ভাব্য ক্ষতিকর কোষগুলো দূর হয়, যা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ব্রেস্টফিডিংয়ের সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্ক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অঙ্কোপ্লাস্টিক অ্যান্ড রিকন্সট্রাকটিভ ব্রেস্ট সার্জন ডাক্তার এসকে ফরিদ আহমেদ। তিনি কর্মরত ইংল্যান্ডের বার্কিংহামশায়ার হেলথ অ্যান্ড কেয়ার এনএইচএস ট্রাস্টে। পাশাপাশি এখন বাংলাদেশেও রোগী দেখছেন তিনি; বসছেন ঢাকার ধানমন্ডিতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn