দেহঘড়ি পর্ব-৮৫
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি নিয়ে আলোচনা ‘সুস্বাস্থ্যের জন্য’।
# সুখবর
ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন পেল সাংহাইয়ে উদ্ভাবিত কোভিড-১৯ টিকা
সাংহাইয়ের ওধুষ কোম্পানি স্টেমির্না থেরাপিউটিকস উদ্ভাবিত কোভিড-১৯’র একটি এমআরএনএ টিকা ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। সম্প্রতি এ অনুমোদন দেয় চীনের ওষুধ কর্তৃপক্ষ – ওষুধ মূল্যায়ন কেন্দ্র।
প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য ইতোমধ্যে স্বেচ্ছাসেবকদের বাছাই করা হয়েছে এবং কোম্পানিটি এ টিকা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত স্টেমির্না থেরাপিউটিকসই সাংহাইয়ের প্রথম কোম্পানি যার উদ্ভাবিত কোভিড-১৯’র এমআরএনএ টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন পেল। স্টেমির্না উদ্ভাবিত কোভিড-১৯’র টিকা এমআরএনএ প্রযুক্তিতে তৈরি চীনের দ্বিতীয় টিকা।
এ টিকা নেওয়ার ফলে গ্রহণকারীর শরীরে কী প্রতিক্রিয়া হয় এবং এটা কতটুকু সুরক্ষা দেয় তা মূল্যায়ন করতে ১২০ জন সুস্থ স্বেচ্ছাসেবকের ওপর প্রথম পর্বের ক্লিনিকাল ট্রায়াল চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবকদের ২১ দিনের ব্যবধানে দুটি টিকা দেওয়া হবে।
এর পাশাপাশি স্টেমির্না থেরাপিউটিকস তার কোভিড-১৯ ভ্যাকসিনের একটি বিশ্বব্যাপী মাল্টি-সাইট হিউম্যান ট্রায়াল শুরু করছে।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লি হ্যাংওয়েন বলেন, চীনের মূল ভূখণ্ডে কোম্পানির যে উৎপাদন অবকাঠামো আছে স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেলে সেখান থেকে তারা বছরে ৪০ কোটি ডোজ টিকা উত্পাদন করতে পারবে।
কোম্পানিটি ইতোমধ্যে ব্রাজিলে ক্লিনিকাল ট্রায়াল শুরু করার অনুমোদন পেয়েছে, যেখানে তৃতীয় পর্বের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকার কার্যকারিতা ও এর সুরক্ষা পরীক্ষার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবককে ট্রায়ালগুলোতে সম্পৃক্ত করা হবে।।