দেহঘড়ি পর্ব-৭৭
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় নিয়ে আলোচনা ‘ভালো থাকার, আছে উপায়’।
#প্রতিবেদন
তীব্রতা কম হলেও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রনের দুই সাব-ভ্যারিয়েন্ট
বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট ‘বিএ.৪’ এবং ‘বিএ.৫’ এ সংক্রমণের জন্য দায়ী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর’বি। এসব সাব-ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক হলেও মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে গবেষণা কেন্দ্রটি।
সম্প্রতি আইসিডিডিআরবি অফিসিয়াল সাইটে এ তথ্য জানানো হয়।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট ‘বিএ.৪’ এবং ‘বিএ.৫’ আগের সাব ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে। এর ফলে দেশে সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। এ সাব-ভ্যারিয়েন্ট দু’টি সর্বপ্রথম ২০২২ সালের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে নতুন সাব-ভ্যারিয়েন্টগুলো আগেরগুলোর তুলনায় কম হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঘটায়।
গেল ১৯ মে ঢাকায় প্রথম সন্দেহভাজন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট ‘বিএ.৫’ রোগী শনক্ত হয়। গেল ছয় সপ্তাহে ‘বিএ.৫’ সবচেয়ে প্রভাবশালী সাব-ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে, সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ৫২টি করোনা পজিটিভের ঘটনার মধ্যে ৫১টি ‘বিএ.৫’ সাব-ভ্যারিয়েন্ট এবং একটি ‘বিএ.২’ হিসাবে চিহ্নিত হয়েছিল।
সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করা জনসংখ্যার মধ্যে অমিক্রন ‘বিএ.৫’ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে রোগের তীব্রতা কম। তবে এ ভাইরাস থেকে দূরে থাকতে করোনার টিকা গ্রহণ, মাস্ক পরা, সামাজিত দুরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। - অভি/রহমান
#বুলেটিন
ফাইজারের আরও ৩৮ লাখ টিকা পেলো বাংলাদেশ
করোনা মোকাবিলায় নিজেদের স্বাধীনতা দিবসে বাংলাদেশকে আরও ৩৮ লাখের বেশি ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির টিকার পরিমাণ ৭ কোটি ২২ লাখ ছাড়িয়ে গেল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা -ইউএসএআইডি এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়ন অতিক্রম করলো।
এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
গবেষণায় বরাদ্দ ২২ কোটিতে উন্নীত