দেহঘড়ি পর্ব-৬০
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং স্বাস্থ্য বিষয়ক প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
#প্রতিবেদন
‘১৫ লাখ মানুষের জন্য কিডনি বিশেষজ্ঞ একজন’
বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষের জন্য কিডনি বিশেষজ্ঞ আছেন মাত্র একজন। এ তথ্য জানিয়েছেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যাপক হারুন-আর-রশিদ ।
তিনি জানান, দেশের দুই কোটি মানুষ কিডনি-সংক্রান্ত নানা জটিলতায় ভোগেন এবং অধিকাংশ রোগীই মারা যান কিডনি ডায়ালাইসিস বা সংযোজনের চিকিৎসার অভাবে।
এ খাতে প্রশিক্ষিত নার্সের সংখ্যা ২০০ জনেরও কম । আর কিডনি রোগ নিয়ে কোনো নীতিমালা, কৌশলপত্র এবং কোনো নির্দেশিকাও নেই।
অধ্যাপক হারুন-আর-রশিদ
কিডনি চিকিৎসায় দক্ষ জনবল বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন অধ্যাপক হারুন-আর-রশিদ । তিনি বলেন, কিডনি রোগ শনাক্তকরণে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিককে কাজে লাগাতে পারে সরকার। হাতের কাছে চিকিৎসা সেবা পেলে রোগটির প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
অবশ্য চলতি বছরের শুরুতে দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষজ্ঞরা বলছেন, কিডনি রোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ না খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, বাইরের অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, ব্যায়াম করা বা হাঁটার মতো বিষয়গুলোতে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। অভি/রহমান
#বুলেটিন
বাংলাদেশে শিগগিরই শুরু হবে বুস্টার ডোজের ক্যাম্পেইন
বাংলাদেশে শিগগিরই করোনার বুস্টার ডোজের ক্যাম্পেইন আয়োজন করা হবে। বুস্টার ডোজের সময় হয়েছে, কিন্তু বুস্টার ডোজ নেননি এমন সবাইকে এর আওতায় আনা হবে।