দেহঘড়ি পর্ব-৫৫
#ভালো_থাকার_আছে_উপায়
সর্দি-কাশি-ঠাণ্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়
শিশু ও বয়স্কদের জন্য সর্দি-কাশির সমস্যা নিয়মিত ব্যাপার। প্রায় সময়ই তাদের কাবু করে ফেলে ঠাণ্ডা লাগা, গলা ব্যথা ইত্যাদি। এ থেকে রেহাই পেতে অনুসরণ করা যায় বেশ কিছু ঘরোয়া্ উপায়।
ভীষণ কার্যকর আদা চা:
এই চা বিশেষ উপকারে আসতে পারে আপনার। জ্বর-ঠাণ্ডায় মুখের স্বাদ চলে যায়। হারানো সেই স্বাদ ফিরিয়ে আনতে বেশ উপকারী আদা চা। শুধু স্বাদে ফেরানোর কাজেই লাগে তা নয়, সর্দি-কাশি থেকে মুক্তি পেতেও কাজে দেয় আদা চা। আবার নিয়মিত কিছুদিন এই চা পান করলে তা শ্বাসনালি থেকে কফ বের হতে সাহায্য করে। তাই, যারা আদা চা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি সুখবর বলাই যায়।
মধু-দারুচিনি-লেবু চা
সাধারণ সর্দি এবং কাশির জন্য ঘরোয়া সমাধানগুলোর একটি হলো লেবু, দারুচিনি ও মধুর মিশ্রণ। কাশি থেকে মুক্তি পাওয়ার ভালো একটি উপায় এটি, আবার বানিয়ে ফেলাও তুলনামূলক সহজ। আধা চামচ মধুতে কয়েক ফোঁটা লেবু এবং অল্প একটু দারুচিনি মিশিয়েই বানিয়ে ফেলা যায় এই সিরাপ।
উপকার দেবে চিকেন স্যুপ
অনেকেরই পরামর্শ থাকে ঠাণ্ডার সময় সর্দি-কাশির থেকে বাঁচতে স্যুপ খেতে। এই স্যুপের মধ্যে চিকেস স্যুপের কথা বিশেষষভাবে উল্লেখযোগ্য। কারণ একে তো চিকেন স্যুপ বেশ সুস্বাদু, তার সঙ্গে সব বয়সের মানুষের জন্য এটা উপকারী। গবেষণায় প্রমাণিত যে, সব্জির সঙ্গে চিকেন স্যুপ দেহের শ্বেত রক্তকণিকা নিউট্রোফিলের গতিবিধি কমিয়ে দিতে ভাল ভূমিকা রাখে, যা আপনার শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়ক। এছাড়া শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণ কমায় চিকেন স্যুপ।
হলুদ
সব বাঙালির রান্নাঘরে পাওয়া যায় হলুদ। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। সর্দি-কাশির বিরুদ্ধে লড়াইয়ে বেশ ভালো কাজ দেয় এই অ্যান্টিঅক্সিড্যান্ট। শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে পান করাটা তাই বেশ কার্যকরী হতে পারে।
গরম পানির বাষ্প
পানি গরম করে রেখে শ্বাসের মাধ্যমে বাষ্প নিলে বেশ উপকার পাওয়া যায়। সাইনাসের চাপ কমাতেও সাহায্য করতে পারে এটি। পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিলেও বাড়তি উপকার মেলে। -অভি/রহমান
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।