বাংলা

দেহঘড়ি পর্ব-৫৫

cmgPublished: 2022-02-04 18:19:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দেয়া এবং ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার উপর তাগিদ দেন স্বাস্থ্যবিদরা।

বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে ক্যান্সার বিষয়ে জনগনের মাঝে ব্যাপক আকারে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে এবং প্রতিরোধের জন্য করণীয় কী কী এসব নিয়ে ক্যাম্পেইন চালানোর পরামর্শ দিয়েছেন তারা। - অভি/রহমান

#বুলেটিন

‘জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি’

চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের ৭৩ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড নাজমুল ইসলাম। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান। যারা টিকা নিচ্ছেন না, তাদেরই মৃত্যু বেশি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গেল ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৮৭ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয় ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। নতুন বছরের প্রথম মাসে করোনায় মারা যান ৩২২ জন।

এদিকে করোনাভাইরাসের উপ-ধরণ আরও বেশি সংক্রামক হতে পারে বলেও মন্তব্য করেন ডা. নাজমুল ইসলাম। ওমিক্রনের নতুন যে ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে, তারও একটি সাব-ভ্যারিয়েন্ট বিশ্বে ৫০টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রোগীর সংখ্যা কোনোভাবেই যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn