দেহঘড়ি পর্ব-৫২
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ নিয়ে মেডিকেল বোর্ড বসিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও আক্রান্ত হয়েছেন মহামারি এ ভাইরাসে।
ঢাকায় ওমিক্রনের সংক্রমণ ৬৯ শতাংশ ছড়িয়েছে
বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ৬৯ শতাংশ ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সংক্রমণ এ হারে বাড়তে থাকলে আগামী এক-দেড় মাসের মধ্যে হাসপাতলে কোনো জায়গা থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী।
নিবন্ধন ছাড়া টিকা নিয়েছেন ৫৭ লাখ মানুষ
বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়া করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৫৭ লাখেরও বেশি মানুষ। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
ভ্যাকসিনেশনের ফাঁক ভাইরাসের মিউটেশনের সুযোগ সৃষ্টি করে: হু কর্মকর্তা
কোভিড ১৯ মহামারীর অবসানের জন্য ভ্যাকসিন সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠেয় ৫২তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে যাওয়া বিশেষজ্ঞরা এ মতামত ব্যক্ত করেছেন।ডাভোসের নির্ধারিত সভা অবশ্য স্থগিত করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এমার্জেন্সিস ডিরেক্টর মাইক রায়ান ভ্যাকসিনেশন গ্যাপ তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বের অর্ধেক জনসংখ্যা দুই ডোজ গ্রহণ করেছে যেখানে আফ্রিকায় এই সংখ্যা মাত্র ৭ শতাংশ। কিছু দেশে কম ভ্যাকসিন গ্রহণ ভাইরাসের মিউটেশনকে উৎসাহিত করতে পারে এবং বিশ্বব্যাপী খারাপ পরিণতির সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।