দেহঘড়ি পর্ব-৫২
‘
দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
#প্রতিবেদন
‘বাংলাদেশে বুস্টার নিয়েও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন অনেকে’
করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েও এ প্রাণঘাতি ভাইরাসের ওমিক্রন ধরনে অনেকেই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বুস্টার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্ত হওয়া কোনও আশ্চর্য ঘটনা্ নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “টিকা নেওয়ার পর কেউ ওমিক্রনে আক্রান্ত হবে না, এমনটি বলা যাবে না। বুস্টার ডোজ নেওয়ার পরও কেউ কেউ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।”
শারফুদ্দিন আহমেদ বলেন, “ওমিক্রনে আক্রান্ত হলে মৃত্যুর হার কম, এখনো সেটি বলার সুযোগ নেই। ওমিক্রনে আক্রান্ত হলে উল্টো শারীরিক নানা জটিলতা দেখা যেতে পারে।”
অনেকেই উপসর্গ ছাড়াও দেশের বাইরে যাওয়ার জন্য নমুনা পরীক্ষা করছেন। আক্রান্তের হার কমাতে না পারলে দেশে বিপর্যয় আসতে পারে বলে সতর্ক করেন তিনি।
মূলত করোনার বুস্টার ডোজ নিলে দেহে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন,বুস্টার ডোজ নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরতে হবে মাস্ক। তবে কাপড়ের মাস্ক পরা ভালো, সার্জিক্যাল মাস্ক আট ঘণ্টা পর ফেলে দিতে হবে। - অভি/রহমান
করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রধান বিচারপতি
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।