দেহঘড়ি পর্ব-৫১
এদিকে অমিক্রন ঠেকাতে ১৫ দফা নির্দেনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত মঙ্গলবার বিকালে জারি করা এ নির্দেশনায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি পর্যটন, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও রেস্তোরাঁয় মানুষের উপস্থিতি অর্ধেকে সীমিত রাখতে বলা হয়েছে। গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথাও বলা হয়েছে এতে।
১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীর স্কুলে যেতে নিতে হবে টিকা
বাংলাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নির্দেশনা কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে না।
করোনার বুস্টার ডোজ নিয়েছেন সোয়া লাখ মানুষ
করোনা প্রতিরোধে এখন পর্যন্ত বাংলাদেশে ১ লাখ ১৪ হাজার ৭৪০ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ১১ হাজার ৪৬৬ জন আর ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জনকে এ টিকার দেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রামে ২ হাজার ৪২৭ জন, রাজশাহীতে ২ হাজার ৮৬১ এবং রংপুরে ৫ হাজার ৩৫০জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। অন্যদিকে, খুলনায় ৬ হাজার ৩৫৯ জন, বরিশালে ৯৯৩ জন, সিলেটে ১ হাজার ৪২২ জনকে বুস্টার ডোজের আওতায় আনা হয়েছে। এর আগে গেল ২৮ ডিসেম্বর সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।
ওমিক্রন ঠেকাতে দারুণ কার্যকর সিনোফার্ম ও সিনোভ্যাক
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে দারুণ কার্যকর চীনের তৈরি কোভিড-১৯ এর টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক। সংযুক্ত আরব-আমিরাত-ভিত্তিক সংবাদ মাধ্যম ‘দ্য ন্যাশনাল’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ কথা জানায়। এ টিকা প্রয়োগের ফলে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যা বিপুল হারে কমেছে বলেও জানানো হয় এক প্রতিবেদনে।