বাংলা

দেহঘড়ি পর্ব-৫১

CMGPublished: 2022-01-07 19:58:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।

## প্রতিবেদন

‘কি খাবো কি খাবো না’এ নিয়ে সচেতন হলেই রোগ কমবে ৮০ ভাগ

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, স্বাস্থ্য নিয়ে সচেতন হলে করোনার মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত কোভিড ১৯ সুরক্ষায় স্বাস্থ্য বিষয়ক সেমিনারে এ মত ব্যক্ত করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ড. এম মজিবুল হক। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন জীবনে মৌলিক কিছু নিয়ম কানুন মেনে চলা।

এই বিশেষজ্ঞের মতে, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে শরীরের ৮০ ভাগ রোগ কমে যাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখা সরকারি কর্মকর্তাদের মতে, করোনাকালে স্বাস্থ্যসেবায় ব্যাপক গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে লাইফস্টাইল ও হেলথ প্রমোশনের জন্য ২৮৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তারা। - অভি/রহমান

##হেল্‌থ বুলেটিন

দু’একদিনের মধ্যে বাংলাদেশে বিধি-নিষেধের প্রজ্ঞাপন

বাংলাদেশে করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে সরকারের বিধি-নিষেধের প্রজ্ঞাপন দু’একদিনের মধ্যেই জারি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন। গত বুধবার রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। লোকমান হোসেন বলেন, বিশ্বজুড়ে সংক্রমণের পর প্রতিবেশী ভারতেও ব্যাপক আকারে অমিক্রন ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ শনাক্ত হওয়ায় মঙ্গলবার আন্তমন্ত্রণালয় বৈঠকে বিধি-নিষেধ নিয়ে আলোচনা হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn