দেহঘড়ি পর্ব-৪৯
শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের
এদিকে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত টিকা কার্যক্রম এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান। আইসিটি মন্ত্রণালয় বুস্টার ডোজ সংক্রান্ত অ্যাপটি আপডেট করছে – এ কথা জানিয়ে ডা. নাজমুল বলেন, অ্যাপটি আপডেট করা হলে বুস্টার ডোজ কার্যক্রম জোরদার করা হবে।
অমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৪ জন। দেশটিতে দিনে লাখের কাছাকাছি মানুষের অমিক্রন শনাক্ত হচ্ছে। ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, সেখানে যে হারে অমিক্রন সংক্রমণ বাড়ছে - তা অব্যাহত থাকলে দেশটিতে সামনে বড় আকারে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তবে এখনো কঠোর বিধিনিষেধ বা লকডাউনে যাচ্ছে না দেশটি। এদিকে, যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনী ফাউচি সতর্ক করেছেন, বড় দিনের উৎসব ও মেলামেশায় অমিক্রন সংক্রমণ বাড়তে পারে। তবে যারা বুস্টার ডোজ নিয়েছেন তারা অনেকটা সুরক্ষিত বলে জানান তিনি।
২০২২ সালে ‘মহামারীর অবসান ঘটাতে’ বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস আগামী বছরের মধ্যে কোভিড ১৯ মহামারী শেষ করার জন্য বিশ্বকে একত্রিত হওয়ার এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার জেনেভায় তিনি এ আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‘২০২২ অবশ্যই সেই বছর হতে হবে যখন আমরা মহামারী শেষ করবো।’ তিনি জোর দিয়ে বলেন যে, মহামারীটি থামানো সম্ভব তবে এর জন্য ভ্যাকসিন থেকে শুরু করে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মেনে চলা পর্যন্ত সব বিধিবিধান পালন করতে হবে।