দেহঘড়ি পর্ব-৪৯
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
#প্রতিবেদন
আন্তর্জাতিক সম্মেলনে উঠে আসবে দারুণ সব অভিজ্ঞতা
হাবিবুর রহমান অভি:
পুরো পৃথিবীকে এখনো আতঙ্কে রেখেছে করোনাভাইরাস। মহামারি সৃষ্টিকারী এ ভাইরাসটিকে কাবু করার দারুণ সব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্র্যাক । আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এর আয়োজক ‘ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ’ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ।
সম্মেলনে অংশ নেবেন কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ।
সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের লিংক ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়েবসাইটে দেওয়া হবে ২০২২-এর জানুয়ারির শুরুতে।
প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে সম্মেলনটি। - হাবিবুর রহমান অভি/রহমান
#হেল্থ_বুলেটিন
‘সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর করোনার বুস্টার ডোজ’
চলতি মাসের শেষদিকেই সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর বাংলাদেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গত মঙ্গলবার সচিবালয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সুরক্ষা অ্যাপ আপডেট করতে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে।’ এখন যে সংক্রমণ কমে গেছে তা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। করোনার নতুন ধরন ওমিক্রনসহ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন স্পটে ভীড় কমানো, রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার জন্য সবাইকে আহ্বান জানান জাহিদ মালেক।