দেহঘড়ি পর্ব-৪৮-China Radio International
গেল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে এসব বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, “উন্নতর চিকিৎসার জন্য কোন রোগীকে যাতে দেশের বাইরে যেতে না হয়, এ লক্ষ্যে বিএসএমএমইউতে মানসম্মত স্বাস্থ্যসেবা পর্যায়ক্রমে নিশ্চিত করা হচ্ছে।”
বাংলাদেশের স্বাস্থ্যখাতে জনবল প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো থাকলেও জনবল কম আছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “স্বাস্থ্যখাতে সঠিক অনুপাতে জনবল নেই। এ কারণে অনেক সময় পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হয় না।” উদাহরণ হিসেবে তিনি বলেন, “এনেসথেসিস্ট আছেন ৫০০ জন, আর সার্জন দুই হাজার। এই বিষয়গুলো ঠিক করা প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।”
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজ আমাদের অতিথি বাংলাদেশের জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, যিনি স্বাস্থ্যখাতের বেশ কয়েকটি জাতীয় কমিটিতে গুরত্বপূর্ণ পদে রয়েছেন। ডাক্তার আবদুল্লাহ একজন মেডিসিন বিশেষজ্ঞ। দেশের চিকিৎসাখাতে বিশেষ অবদান রাখায় তিনি পেয়েছেন একুশে পদক এবং বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনি কথা বলেছেন গত ৫০ বছরের দেশের স্বাস্থ্যখাতের অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।