দেহঘড়ি পর্ব-৪৮-China Radio International
দেহঘড়ি পর্ব-৪৮
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
#প্রতিবেদন
স্বাস্থ্য সেবায় নতুন সংযোজন: জটিল রোগের চিকিৎসায় স্টেমসেল থেরাপি
আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে স্টেমসেল থেরাপি। আর এই পদ্ধতি বিদেশের সীমানা পেরিয়ে এসেছে বাংলাদেশেও। স্বাস্থ্যবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য একরকম আশার আলো হতে পারে এই স্টেমসেল থেরাপি।
রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত স্টেমসেল থেরাপি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, স্টেমসেল হলো দেহের আদি কোষ। স্টেমসেল থেরাপির মাধ্যমে দেহের ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যুকে পুনরায় সচল করতে নতুন কোষ উৎপাদন করা হয়।
আধুনিক বিশ্বের চিকিৎসা জগতে আলোড়ন তৈরি করেছে এই থেরাপি পদ্ধতি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা, কনুই ব্যথা, স্পাইনাল কর্ড ইনজুরি, ত্বক ও চুলের নানারকম সমস্যাসহ দীর্ঘস্থায়ী যৌন সমস্যার সহজ সমাধানে এনে দিতে স্টেমসেল থেরাপির সফল প্রয়োগ এখন বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশে রোগীদের মাঝে নতুন আশার আলো হয়েছে এই থেরাপি শুরু হওয়ায়।
হাবিবুর রহমান অভি/রহমান
#হেল্থ_বুলেটিন
শতাধিক চিকিৎসক পেলেন শিক্ষাবৃত্তি
মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য খাতে উচ্চতর শিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাত শতাধিক অনাবাসিক চিকিৎসককে বৃত্তি দেওয়া হয়েছে। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধা চিকিৎসকদের সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।