দেহঘড়ি পর্ব-৩৪-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ ।
## সুখবর
শিশুর অন্ধত্ব কমাতে বিএসএমএমইউতে চালু হলো আরওপি সেন্টার
শিশুদের প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলো রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি -আরওপি সেন্টার।
গেল মঙ্গলবার ক্লিনিকটির উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রত্যাশা করে বলেন, আরওপি ক্লিনিক চালু হওয়ায় অনেক নবজাতক পৃথিবীর আলো দেখতে পাবে। অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেন্টারটি ।
চিকিৎসকরা বলেন, যেসব নবজাতক অপরিণত বয়সে কম ওজন নিয়ে জন্ম নেয় তাদের অনেকের চোখে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সময়মতো চিকিৎসা না নিলে কোনো কোনো নবজাতক অন্ধ হয়ে যায়।
অরবিস ইন্টারন্যাশনাল ও পিটার গিলগ্যান ফাউন্ডেশনের সহায়তায় আরওপি সেন্টারটি স্থাপন করা হয়েছে। সপ্তাহে তিন দিন শনি, সোম ও বুধবার এই ক্লিনিকে অপরিণত নবজাতকদের সেবা দেওয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বের প্রায় দেড় কোটি শিশু অপরিণত বয়সে জন্ম নেয়, যাদের অধিকাংশেরই অন্ধত্বের ঝুঁকিতে থাকে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস বলছে, বছরে প্রায় ৩২ হাজার শিশু পুরোপুরি অন্ধ হয়ে যায়। আর বাংলাদেশে প্রতিবছর এক লাখেরও বেশি শিশু অপরিণত বয়সে অন্ধত্বের ঝুঁকি নিয়ে জন্ম নেয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিতে থাকা এসব শিশুর জন্মের চার সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা গেলে অন্ধত্বের অভিশাপ থেকে তাদের দূরে রাখা সম্ভব। - অভি/রহমান
##হেল্থ বুলেটিন
বাংলাদেশের করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু
করোনা মহামারি প্রতিরোধে বাংলাদেশে দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। গেল মঙ্গলবার সকাল ৯টা থেকে সারাদেশে চলছে এ কার্যক্রম। সরকারের গণটিকা কার্যক্রমে আগস্টে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।
রাজধানীর ৭৫ শতাংশ করোনা বেড খালি: বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে গেল কয়েকদিন ধরে করোনার সংক্রমণ এবং মৃত্যু দুটোই নিম্নমুখী। এজন্য কমতে শুরু করেছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সংখ্যা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ঢাকা শহরের করোনা হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেডই খালি। খালি হওয়া করোনা বেডগুলো অন্যান্য রোগীদের ক্ষেত্রে ব্যবহারের নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাড়ছে ডেঙ্গুরোগী, একদিনেই আক্রান্ত ৩১৭