দেহঘড়ি পর্ব-৩৩-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্ব রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং স্বাস্থ্য-বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’।
## প্রতিবেদন
‘যৌথ টিকা উৎপাদন বাংলাদেশের স্বনির্ভর হওয়ার পথ উন্মোচন করবে’
ছবি: ঢাকার একটি কেন্দ্রে টিকাগ্রহীতাদের দীর্ঘ লাইন
চীনের সঙ্গে যৌথ টিকা উৎপাদন কার্যক্রম সফল হলে, বাংলাদেশে গণটিকাদান কার্যক্রম গতিশীল হবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন, চীন ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই শুরু হবে উৎপাদন কার্যক্রম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হলে সরকারকে আরও কৌশলী হতে হবে। আর পরিকল্পনা বাস্তবায়নে দুপক্ষকেই নিতে হবে কার্যকর উদ্যোগ।
দীর্ঘ দুই মাস পর মোবাইলে ক্ষুদে বার্তা পেয়ে টিকা নেওয়ার জন্য লাইনে দাড়িয়েছেন সালেহা আক্তার শিউলী। তিনি বলছেন টিকা নেওয়ার ক্ষেত্রে এই দীর্ঘসূত্রিতা তৈরি করেছে নানা রকম জটিলতা।
ছবি: সালেহা আক্তার শিউলী
এমন অভিযোগ আরও অনেকের। আবার টিকা নিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেককে ।
বাংলাদেশে গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন টিকা নিচ্ছেন কয়েক লাখ মানুষ। টিকা নেওয়ার পর নিজেদের সুরক্ষিত ভাবছেন তারা।
ছবি: টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত ভাবছেন তারা।