গণপরিবহন চালু রেখে বিধিনিষেধ বাড়লো ১৬ মে পর্যন্ত-China Radio International
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালু রেখে চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। গত বুধবার জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে,আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে। করোনার সংক্রমণ রুখতে ঈদের ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে এবং চাকরীজীবীিদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমেছে করোনার সংক্রমণ
চলমান লকডাউনের ফলে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন বলবৎ করে সরকার। লকডাউনের প্রথম দিকে সংক্রমণ ও মৃত্যুর হার স্থির থাকলেও এখন দুটোই কমেছে। ইতিমধ্যে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনে সবাই বিধিনিষেধ মানলে এ হার আরও কমে আসবে। গত বুধবার বিকেল চারটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জনের মৃত্যু হয়েছে। ওইদিন করোনা শনাক্তের হার ছিল শতকরা ৯ শতাংশেরও কম।
বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ
ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে বন্ধ রয়েছে টিকার নিবন্ধন। দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রেও টিকার ঘাটতি রয়েছে প্রায় ১৩ লাখ ডোজের। দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি মেটাতে এবং নতুন করে টিকাদান কার্যক্রম শুরু করতে চীন ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে টিকা আনার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এর আগে গত সপ্তাহে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক ভি টিকার অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌনে দুই কোটি ছাড়িয়েছে