স্থূলতা শুধু ধনীদের সমস্যা না!-China Radio International
অতিরিক্ত ওজন সবসময় অস্বাস্থ্যকর?
অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাই প্রচলিত বিশ্বাস। তবে ২০১২ সালে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলোজি অর্থাৎ হৃদরোগ বিষয়ক ইউরোপীয় সমিতির এক গবেষণায় এর বিপরীত তথ্য পাওয়া যায়। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, কিছু মানুষের স্থূলতা থাকলেও হজমের দিক থেকে তারা স্বাস্থ্যবান ও সুস্থ রয়েছেন এবং সাধারণ মানুষের তুলনায় হৃদরোগ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোনও ঝুঁকিতে নেই। তারা উচ্চ কোলেস্টেরল ও রক্তচাপে ভোগেন না এবং অন্য স্থূল মানুষদের চেয়ে অনেক বেশি শারীরিকভাবে সুস্থ থাকেন।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।