গাজায় মানবিক বিপর্যয়ের জন্য দায়ী ইসরায়েল: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি
তিনি অবিলম্বে সব ক্রসিং খুলে দিয়ে এবং গাজাজুড়ে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের বাধাগুলো কার্যকরভাবে অপসারণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।
স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ইসরায়েল একদিকে মানবিক সহায়তা প্রবেশ সীমিত করছে, অন্যদিকে জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলোকে নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করছে। এটি অগ্রহণযোগ্য। আমরা ইসরায়েলকে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের কাজের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় ফু ছোং জোর দিয়ে বলেন, অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রাথমিক বাস্তবায়ন গাজায় সংঘাতের অবসান এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার একমাত্র মৌলিক পথ। চীন ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেদনে মনোযোগী হওয়া, গাজায় সামরিক পদক্ষেপ বন্ধ করা এবং লেবানন ও অন্যান্য দেশের বিরুদ্ধে আইনের লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি