গাজায় মানবিক বিপর্যয়ের জন্য দায়ী ইসরায়েল: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি
নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: গাজা উপত্যকায় ১৩ মাস ধরে নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল যার ফলে একটি চরম মানবিক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর কাজ সহজতর করার জন্য ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার গাজার খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, খাদ্যগ্রহণ এবং ভালোভাবে খাদ্যগ্রহণ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। মানবিক ইস্যুকে রাজনীতিকরণ করা যাবে না, ক্ষুধাকে অস্ত্রে পরিণত করা যাবে না, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক বটম লাইন। ১৩ মাস ধরে গাজায় চলমান সংঘাতের বেসামরিক নাগরিকরা বারবার তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়েছেন এবং সমস্ত মানবাধিকার বারবার লঙ্ঘন করা হয়েছে।
ফু বলেন, গত এক বছর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছে। হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং বারবার বেসামরিক লোকদের ব্যাপকভাবে স্থানান্তর করতে বাধ্য করেছে, যার ফলে নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, গাজায় বেসামরিক নাগরিকদের খাদ্যের অধিকারের উপর নিষেধাজ্ঞা এবং বাধা ফিলিস্তিনি জনগণের ওপর পদ্ধতিগত শাস্তির অংশ।
তিনি জোর দিয়ে বলেন, গাজায় মানবিক সহায়তা বাড়ানোর ক্ষেত্রে মানবিক সরবরাহের ঘাটতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়, সেখানে মূলত মানবিক সহায়তা প্রবেশে মানবসৃষ্ট বিধিনিষেধ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজার জন্য বিপুল পরিমাণ মানবিক সহায়তা সামগ্রী সংগ্রহ করেছে, তবে এসব সামগ্রী গাজায় প্রবেশে সময় ক্রসিং পয়েন্টের বাইরে দীর্ঘ সময় আটকে থাকে।