উড়ন্ত গাড়ির কারখানা চালু কুয়াংচৌতে
ছিউ মিংছুয়ান জানালেন, ‘আগে বিমান চালনা শিখতে অনেক সময় লাগতো। আমাদের এই উড়ন্ত গাড়ি চালানো মাত্র পাঁচ মিনিটেই শেখা যাবে। তিনদিনেই যে কেউ এতে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে। একটি স্টিক দিয়েই এটি নিয়ন্ত্রণ করা যায়। নিজে পরিচালনা করতে না জানলেও গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারবে।’
স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয় কুয়াংচৌ। এখানকার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, কুয়াংচৌতে উড়ন্ত যান সংশ্লিষ্ট বিষয়ক ৫০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে। যারা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন অল্প উচ্চতার আকাশ অর্থনীতির বিকাশে উন্নয়ন ও গবেষণার কাজ।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি