বাংলা

উড়ন্ত গাড়ির কারখানা চালু কুয়াংচৌতে

CMGPublished: 2024-11-10 17:10:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: যে গাড়ি চলবে রাস্তায়, সেই গাড়ি উড়বে আকাশেও। এমন উড়ন্ত গাড়ি এখন আর শুধু সায়েন্স ফিকশন মুভিতে নয়, দেখা যেতে পারে আপনার আশেপাশেই। কদিন পর বাজারেও কেনা যাবে এমন উড়ন্ত গাড়ি। কারণ, চীনের কুয়াংচৌতে এরইমধ্যে চালু হয়েছে একটি উড়ন্ত গাড়ি তৈরির কারখানা।

চীনের নামকরা বৈদ্যুতিক যান নির্মাতা এক্সপেং কোম্পানিরই আরেকটি কারখানা চালু হলো এক্সপেং অ্যারোট নামে। সেখানেই তৈরি হবে নতুন মডেলের উড়ন্ত গাড়ি।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হয়েছে, উড়ন্ত এ গাড়ির থাকবে দুটি মডিউল—গ্রাউন্ড ও এয়ার মডিউল। চাকা লাগানো অবস্থায় গ্রাউন্ড মডিউল চলবে রাস্তায়। আবার এয়ার মডিউল এটাকে উড়িয়ে নেবে আকাশে।

এক্সপেংয়ের নতুন কারখানাটি হবে এক লাখ ৮০ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে। কোম্পানি জানিয়েছে, ‘ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার’ নামের উড়ন্ত গাড়ির জন্য শুধু এয়ার মডিউল তৈরি হবে এখানে। বছরে ১০ হাজার ইউনিট মডিউল উৎপাদনের কথা মাথায় রেখেই চলছে কারখানাটির নির্মাণকাজ।

এক্সপেং অ্যারোটের ভাইস প্রেসিডেন্ট ছিউ মিংছুয়ান জানালেন, ‘কাজ শেষ হওয়ার পর এই কারখানায় বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। প্রথমত, এই মডিউলের খরচটা নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয়ত, এর দক্ষতা বাড়ানো যাবে এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থাৎ, আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারব।’

গত সেপ্টেম্বরেই পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে ‘ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার‘। এই বছরের শেষ নাগাদ প্রাক-বিক্রয় শুরুর কথা রয়েছে। এক্সপেং অ্যারোটের মূল্য প্রায় ২০ লাখ ইউয়ান বা ২ লাখ ৮০ হাজার ৫২০ ডলার নির্ধারণ করা হয়েছে।

ব্যক্তিগত ব্যবহারের বাইরেও, এক্সপেংয়ের এ ধরনের মডুলার উড়ন্ত গাড়ি ব্যবহৃত হতে পারে জরুরি উদ্ধারকাজ বা দর্শনীয় স্থানে ভ্রমণের কাজে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn