বাংলা

চীনে বেড়েছে ইভি বিক্রি, ইউরোপের হাঙ্গেরিতে নির্মিত হচ্ছে কারখানা

CMGPublished: 2024-10-18 18:25:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি চীনের জাতীয় দিবসের ছুটিতে চীনের বিভিন্ন বড় বড় শহরে আয়োজন করা হয় গাড়ি প্রদর্শনী। এতে বেশি সাড়া ফেলেছে নিউ এনার্জি ভেহিক্যাল বা বৈদ্যুতিক গাড়ি। পুরনো গাড়ির বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি নিতেও প্রদর্শনীতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। অন্যদিকে, ইউরোপের শুল্ক বৃদ্ধির ঘোষণার পরও ইউরোপের দেশ হাঙ্গেরিতে চলছে চীনা ইভি কারখানা নির্মাণের কাজ।

চীনে কিছুদিন আগে জাতীয় দিবসের লম্বা ছুটি গেল। আর এই ছুটির মাঝেই চীনে হয়ে গেল নতুন জ্বালানির গাড়ির কিছু জমজমাট প্রদর্শনী। গ্রাহকদের পুরনো গাড়ি বদলে নতুন ইভি দেওয়ার আয়োজনটাও ছিল এসব প্রদর্শনীতে।

উত্তর চীনের থিয়েনচিন মিউনিসিপ্যালিটির ন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছিল চায়না মোটর শো ২০২৪। সপ্তাহব্যাপী প্রদর্শনীটি ছিল বেশ জমজমাট।

সাত দিনের ওই অটো শোতে অংশ নিয়েছিল চীন ও সারা বিশ্ব থেকে আসা প্রায় একশটি ব্র্যান্ড। আর সেখানকার অর্ধেকই ছিল নতুন জ্বালানির গাড়ি।

পরিবেশবান্ধব ও জ্বালানি সংরক্ষণ-এর ধারণা সমন্বিত নতুন পণ্য এবং প্রযুক্তির সম্ভাবনা দেখে মুগ্ধ হন ক্রেতারা।

আগস্টের শেষের দিকে যাত্রীবাহী গাড়ি কেনার জন্য ভর্তুকি আরও বাড়াতে ট্রেড-ইন নীতির একটি নতুন রাউন্ড চালু করেছে চীন। এর জন্য ভর্তুকির পরিমাণ ১০ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ২০ হাজার ইউয়ানে করা হয়েছে। যাত্রীবাহী যানবাহনের ট্রেড-ইন ভর্তুকিও ৭ হাজার থেকে বেড়ে ১৫ হাজার ইউয়ান করা হয়েছে।

জাতীয় দিবসের ছুটিতে চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং সিটিতেও আয়োজন করা হয় ছয় দিনের অটোমোবাইল বাণিজ্য মেলা। এতে প্রায় ৩০টি নতুন মডেলের গাড়ি উন্মোচন করা হয়।

নতুন জ্বালানির গাড়িগুলোর দখলেই ছিল বেশিরভাগ বুথ। এগুলো অদল-বদলের অর্ডারও পেয়েছে বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn