চীনা সেতু—বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগ!
অক্টোবর ২১: ২৩তম "চাইনিজ ব্রিজ" চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতার গ্লোবাল ফাইনালের সময়, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, সৌদি আরব, তাজিকিস্তান এবং অন্যান্য দেশের প্রতিযোগী ও পর্যবেক্ষণ গ্রুপের সদস্যরা তাদের চীনে প্রতিদ্বন্দ্বিতা করার অবিস্মরণীয় অভিজ্ঞতাগুলি ব্যক্তিগত বিদেশি সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক-এ রেকর্ড করেন। তারা ভাষা, সভ্যতা ও বন্ধুত্বের সেতু "চীনা সেতুর" মাধ্যমে বিশ্বের কাছে চীনকে তুলে ধরে। এখন, চীনে তারা কী দেখেছে এবং কী অনুভব করেছে- তা একবার দেখে নেওয়া যাক!