বাংলা

চীনের জ্বালানি রূপান্তর বিশ্বের সবুজ উন্নয়নে নতুন প্রেরণা যোগায়

CMGPublished: 2024-09-02 16:27:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২ সেপ্টেম্বর: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস ২৯ আগস্ট ‘চীনের জ্বালানি রূপান্তর’ শ্বেতপত্র প্রকাশ করেছে। এতে বিগত বছরগুলোতে চীনের জ্বালানি রূপান্তরের সুফল এবং বিশ্বের সবুজ উন্নয়ন, একযোগে পরিষ্কার ও সুন্দর বিশ্ব প্রতিষ্ঠায় চীনের গুরুত্বপূর্ণ অবদান প্রতিফলিত হয়েছে।

শ্বেতপত্রটি ছয়টি অংশে বিভক্ত এবং এতে উল্লেখ করা হয়েছে যে, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের জ্বালানি উচ্চমানের উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ২০১৪ সালে, সাধারণ সম্পাদক সি চিন পিং ঘোষিত জ্বালানি সংক্রান্ত ‘চারটি বিপ্লব এবং একটি সহযোগিতা’ নিরাপত্তার নতুন কৌশল উত্থাপন করেছেন, ‘চারটি বিপ্লব এবং হচ্ছে যথাক্রমে জ্বালানি খরচে বিপ্লব, জ্বালানি সরবরাহের বিপ্লব, জ্বলানি প্রযুক্তি বিপ্লব, জ্বালানি ব্যবস্থার বিপ্লব এবং সার্বিকভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো করা।

বলা যায়, এই নতুন কৌশলটি নতুন যুগে জ্বালানির বিকাশের জন্য দিকনির্দেশনা দিয়েছে এবং মৌলিক ভিত্তি প্রদান করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn