‘দুই সড়ক চেতনা’
গ্রামীণ পুনরুজ্জীবন বাস্তবায়নের কাজ শুরু হওয়ার পর, দুই সড়ক বরাবর এলাকাগুলোর দারিদ্র্য দূর হয়েছে। কৃষকদের কর্মসংস্থানের সুযোগ ও আয় বেড়েছে এবং গ্রামীণ সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে।
চীন সিচাংয়ের সভ্যতার উন্নয়ন এবং বিভিন্ন জাতির অভিন্ন সমৃদ্ধের জন্য আরও কাজ করতে হবে। নতুন যাত্রায় আরেক ধাপে বিভিন্ন জাতির মধ্যে ব্যাপক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে হবে; সামাজিক কাঠামো ও আবাসিক এলাকার সমন্বিত উন্নয়নের পরিবেশ গড়ে তুলতে হবে; বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সমন্বয়ের কাজ বাস্তবায়ন করতে হবে; উন্নয়নের গোটা প্রক্রিয়ায় চীনা জাতির অভিন্ন চিন্তাচেতনার প্রতিফলন ঘটাতে হবে।
মুক্তা, সিএমজি, বেইজিং থেকে।