বাংলা

হাইখৌতে চলছে চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা

CMGPublished: 2024-04-14 14:10:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৩ এপ্রিল চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা শুরু হয়েছে, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এ বছরের মেলায় ৩ হাজারটিরও বেশি ব্র্যান্ড অংশ নিচ্ছে এবং এবার মেলার আন্তর্জাতিকীকরণের উপর আরও বেশি জোর দেয়া হবে।

এই বছরের আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলার পরিসর একটি নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার আনুমানিক ইনডোর প্রদর্শনী এলাকা ১২৮ হাজার বর্গমিটার, এবং সুপারইম্পোজড মেরিটাইম প্রদর্শনীর ক্ষেত্রটি আগের মেলাগুলোকে ছাড়িয়ে গেছে।

প্রদর্শনীতে ৫৭টি দেশ ও অঞ্চলের ৩’হাজারটিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। যুক্তরাজ্য, মঙ্গোলিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশ প্রথমবারের মতো এবার মেলায় অংশ নিচ্ছে।

সরকারি পরিসংখ্যান দেখায় যে বর্তমানে ৫৭টি টপ ফরচুন-৫০০ এবং নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশগ্রহণের জন্য সাইন-আপ করেছে, যা আগের মেলাকে ছাড়িয়ে গেছে। ৮৪টি দেশী এবং বিদেশী ব্র্যান্ড প্রথমবারের মতো এতে অংশগ্রহণ করেছে। এগুলো উন্নত চিকিত্সা সরঞ্জাম, পারফিউম ও প্রসাধনী, ইলেকট্রনিক প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন করছে।

এবার চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা প্রথমবারের মতো তিনটি শাখা-ভেন্যু স্থাপন করেছে: পালতোলা-নৌকা ও ইয়ট শাখা-ভেন্যু সম্পূর্ণরূপে খেলাধুলা ও অবসর জীবনধারা প্রদর্শন করে এবং বোট শো, ব্র্যান্ড প্রচার ও ড্রাইভিং অভিজ্ঞতার মতো কার্যক্রম চালু করেছে; শুল্কমুক্ত শপিং শাখা-ভেন্যু একটি নতুন দৃশ্য তৈরি করে নিমগ্ন অভিজ্ঞতা, নতুন পণ্য বাজারে আনা, ফ্যাশন শো এবং অন্যান্য ক্রিয়াকলাপ আয়োজন করছে; আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক শাখা-ভেন্যু স্বাস্থ্য বিষয়ক পণ্য ও কার্যক্রম পরিচালনা করছে, যা দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা পূরণ করে।

চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা ‘১+৩+৮+৮’ মেলা এলাকা এবং ক্রিয়াকলাপগুলোর সমন্বয়ে গঠিত হয়। ‘১’ মানে একটি প্রধান মেলা এলাকা— হাইনান আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র । ‘৩’ মানে প্রধান মেলা এলাকার বাইরে তিনটি শাখা-ভেন্যু স্থাপন। প্রথম ‘৮’ মানে ৮টি থিমযুক্ত ইভেন্ট, যার মধ্যে রয়েছে গ্লোবাল কনজিউমার ইনোভেশন অর্থা্ত ডিউটি ফ্রি ও ট্রাভেল রিটেইল কনফারেন্স, স্মার্ট হোম থিম কার্যক্রম, চায়না হাইনান-আয়ারল্যান্ড লাইফ সায়েন্সেস এক্সচেঞ্জ এবং হাইনান ফ্রি ট্রেড পোর্ট ইন্টারন্যাশনাল এডুকেশন থিম ইভেন্ট এবং এর প্রচার ইত্যাদি। দ্বিতীয়টি ‘৮’ মানে ৮ ধরনের বিশেষ কার্যক্রম, সেগুলো হল অফিসিয়াল ক্রিয়াকলাপ— আয়ারল্যান্ডের অতিথি দেশ ও ব্রিটিশ ব্র্যান্ড ডে সিরিজের কার্যক্রম, নতুন পণ্যের আত্মপ্রকাশ কার্যক্রম, পণ্য সরবরাহ ও চাহিদা ডকিং কার্যক্রম, অবাধ বাণিজ্য পোর্ট সিরিজের নীতি ব্রিফিং, সিরিজের প্রতিবেদন ও প্রস্তাবনা সংগ্রহ ও প্রকাশ, দ্বীপ-ব্যাপী সাংস্কৃতিক বিনোদন ও পর্যটন, কার্নিভাল ইভেন্ট এবং চমত্কার ‘ভোগ্যপণ্য মেলা’।

প্রিয় দর্শক, আজকের টপিক অনুষ্ঠান এই পর্যন্তই, আমি জিনিয়া, হাইখৌ থেকে আপনাদের জন্য চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলার সর্বশেষ তথ্য নিয়ে আবারও ফিরে আসবো।

Share this story on

Messenger Pinterest LinkedIn