বাংলা

সিনচিয়াং এবং মধ্য-এশিয়ার কৃষি সহযোগিতা আরো উন্মুক্ত

CMGPublished: 2024-03-28 10:14:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি, চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলতায়ে জেমিনায় জেলায় একটি কৃষি উন্মুক্ত সহযোগিতা পরীক্ষামূলক এলাকা উদ্বোধন করা হয়েছে। এটি চীনের প্রথম ধাপের জাতীয় পরীক্ষামূলক অঞ্চলের অন্যতম। এর মাধ্যমে চীন এবং মধ্য-এশিয়া, রাশিয়া ও মঙ্গোলিয়ার সাথে কৃষি সহযোগিতা আরো উন্মুক্ত ও গভীর হয়ে উঠবে।

জেমিনায় কৃষি উন্মুক্ত সহযোগিতা এলাকার আয়তন প্রায় ১৪.৩৯ বর্গ কিলোমিটার। এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কৃষিপণ্য গুদামজাতকরণ, আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকরণ শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে কৃষি বৈশিষ্ট্যসহ শীর্ষস্থানীয় শিল্প বিকশিত হয়েছে। এ পরীক্ষামূলক এলাকা চারপাশের ৪৯.৩৯ বর্গ কিলোমিটার এলাকায় তার প্রভাব পড়ে। এর মাধ্যমে আধুনিক কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প শৃঙ্খল প্রসারিত হবে এবং আশেপাশের অঞ্চলে উচ্চমানের কৃষিপণ্য সম্পদকে একত্রিত করে।

সিনচিয়াং মধ্য-এশিয়া সংলগ্ন এবং কৃষি সবসময় সিনচিয়াংয়ের সঙ্গে এ অঞ্চলের দেশগুলোর সহযোগিতার একটি মূল ক্ষেত্র ছিল। সাম্প্রতিক বছরগুলোতে, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক গভীরভাবে বিকশিত হওয়ার কারণে, সিনচিয়াং তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সক্রিয়ভাবে পশ্চিমমুখী উন্মুক্তকরণ এগিয়ে নিয়েছে, যা মধ্য-এশিয়ার সাথে সিনচিয়াংয়ের কৃষি সহযোগিতার দুর্দান্ত সম্ভাবনা দেখাচ্ছে।

কাজাখস্তান থেকে উটের দুধ, কিরগিজস্তান থেকে মধু, উজবেকিস্তান থেকে চেরি, তাজিকিস্তান থেকে শুকনো ফল... মধ্য এশিয়া থেকে আরও বেশি বেশি বিশিষ্ট কৃষিপণ্য সিনচিয়াংয়ের বন্দর দিয়ে চীনা বাজারে প্রবেশ করে এবং চীনা গ্রাহকদের মন জয় করে।

চীনের সিনচিয়াং এবং মধ্য-এশিয়ার দেশগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি দ্রুত বাড়ছে। এর মধ্যে কৃষিপণ্য সহযোগিতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সীমান্ত বন্দরে কৃষি পণ্যের জন্য দ্রুত শুল্ক ছাড় দেওয়ার ‘বুজ চ্যানেল’ চালু হয়েছে। সিনচিয়াং থেকে আরও বেশি কৃষি পণ্য বিদেশে যাচ্ছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn