বাংলা

দুই অধিবেশন থেকে চীনের গণতন্ত্রের স্বরূপ উপলব্ধি

CMGPublished: 2024-03-12 17:28:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বার্ষিক জাতীয় দুই অধিবেশন বিশ্বের কাছে চীনকে পর্যবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ জানালা। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য, চীনা-শৈলীর আধুনিকীকরণ, পররাষ্ট্রনীতি এবং অন্যান্য ক্ষেত্র ছাড়াও, এটি বহির্বিশ্বকে চীনের শাসন-প্রক্রিয়া ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয়।

“শুধুমাত্র সরাসরি তথ্য সংগ্রহ করে এবং তৃণমূলের কণ্ঠস্বর শোনার মাধ্যমে আমাদের প্রস্তাব ও পরামর্শের গুরুত্ব থাকতে পারে।” চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং ইনার মঙ্গোলিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনভেস্টমেন্ট গ্রুপের নির্বাহী উপ-মহাপরিচালক জাং লি ওয়েন, একটি নতুন শক্তি বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা নির্মাণের প্রস্তাব নিয়ে এসেছেন। গত বছরের জাতীয় দুই অধিবেশনে, জাং লিওয়েন একটি ফটোভোলটাইক শিল্পের সবুজ রূপান্তর অর্জনের জন্য একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি সিপিপিসিসি’র জাতীয় কমিটির একটি প্রধান প্রস্তাব হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। গত এক বছরে, "নতুন শক্তি শিল্পের পুনর্নবায়নযোগ্য সম্পদ পুনর্ব্যবহার ব্যবস্থা প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করার” প্রকল্প নিয়ে সিপিপিসিসি’র জনসংখ্যা সম্পদ ও পরিবেশ কমিটি ৫টি আলোচনা সভার আয়োজন করেছে এবং একটি বিশেষ কর্মগ্রুপ গঠন করেছে। তারা ৭টি প্রদেশ ও শহরের ৩০টিরও বেশি উদ্যোগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জরিপ পরিচালনা করেছে এবং জাং লিওয়েন পুরো প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। "শুধুমাত্র তৃণমূল স্তরে গিয়ে এবং গভীর তদন্ত ও গবেষণা পরিচালনা করার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে পরিস্থিতি বুঝতে পারি এবং একটি অর্থপূর্ণ প্রস্তাব করতে পারি।"

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn