বাংলা

বসন্ত উত্সবের ছুটিতে চাঙ্গা চীনের অর্থনীতি

CMGPublished: 2024-02-27 11:17:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২৭: সদ্য সমাপ্ত চীনের চান্দ্র পঞ্জিকার ড্রাগন বর্ষে বসন্ত উৎসবের ছুটিতে চীনের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় ছিল। এ সময় খুচরো এবং ক্যাটারিং খরচ বৃদ্ধি পায়, থিয়েটার বক্স অফিসের বিক্রি বেড়ে যায় এবং দেশে-বিদেশে পর্যটনও ক্রমবর্ধমান ছিলো। ড্রাগন বর্ষের বসন্ত উৎসবের সময় ভোক্তা বাজার চীনা অর্থনীতির প্রাণশক্তি মূর্ত করেছে এবং মন্থর বিশ্ব অর্থনীতিতে উষ্ণতা প্রদান করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn