বাংলা

আজকের টপিক: চীনের বসন্ত উত্সব, বিশ্বেরও বসন্ত উত্সব

CMGPublished: 2024-02-06 10:18:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ৬: বসন্ত উত্সব শুধু চীনাদের উত্সব? উত্তর হলো না। বসন্ত উত্সব চীনা সংস্কৃতির গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব এবং এর প্রভাব এখন বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে।

চীনের চন্দ্র নববর্ষ উদযাপন করতে জাতিসংঘ ডাক প্রশাসন ২০২৪ সালের ১৯ জানুয়ারি নিউইয়র্কে চীনের চান্দ্রপঞ্জিকার ড্রাগন বর্ষের বিশেষ সংস্করণ প্রকাশ করেছে। আসলে ২০১০ সাল থেকে জাতিসংঘ ডাক প্রশাসন ‘চীনের চন্দ্র নববর্ষ’ ঘরানার রাশিচক্র স্ট্যাম্প প্রকাশ করে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ ডিসেম্বর ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে চীনের চন্দ্র নববর্ষ অর্থাত্ বসন্ত উত্সবকে জাতিসংঘের ছুটি হিসেবে নির্ধারণ করা হয়। এসব ব্যবস্থা একদিকে বহুমুখী ও সহনশীল সংস্কৃতির মূল্য ধারণার স্বীকৃতি দিতে জাতিসংঘের অনুশীলনের বহিঃপ্রকাশ, অন্যদিকে সভ্যতার পারস্পরিক বিনিময়ও ফুটিয়ে তুলেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn