বাংলা

ক্রস-বর্ডার ই-কমার্স চীনের উন্মুক্তকরণে নতুন চালিকাশক্তি যুগিয়েছে

CMGPublished: 2024-01-23 12:47:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের শুল্ক বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গেল বছর চীনের পণ্য বাণিজ্যের মোট আমদানি ও রপ্তানির মূল্য ছিল ৪১.৭৬ ট্রিলিয়ন ইউয়ান। যা স্থিতিশীল বৃদ্ধি এবং মানের উন্নতি সহ একটি দারুণ ফলাফলও বটে। বৈদেশিক বাণিজ্যের একটি নতুন রূপ হিসাবে, ক্রস-বর্ডার ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করছে এবং বৈদেশিক বাণিজ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। ক্রস-বর্ডার ই-কমার্স চীনের আমদানি ও রপ্তানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমদানি ও রপ্তানি ব্যবসা পরিচালনায় কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল, বাণিজ্যিক পদ্ধতি উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা এবং একটি নতুন বাণিজ্যিক বিন্যাস। আজ চীনের ক্রস-বর্ডার ই-কমার্স নিয়ে আলোচনা করবো।

চীনের ক্রস-বর্ডার ই-কমার্স ১৯৯০ এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল এবং বিভিন্ন মডেল যেমন B2B, ক্রস-বর্ডার রিটেল স্টেশন, গ্লোবাল স্টোর, স্বাধীন স্টেশন এবং লাইভ স্ট্রিমিং এর মধ্য দিয়ে উন্নত হচ্ছে, একটি বিশাল শিল্প স্কেল এবং একটি সম্পূর্ণ শিল্প চেইন তৈরি হয়েছে। যখন চীনের বৈদেশিক বাণিজ্যের কথা আসে, সেখানে একটি জায়গা আছে যা আমাদের অবশ্যই মনোযোগ দিতে হয়, আর সেটি হল চীনের চ্য চিয়াং প্রদেশের ই উ শহর, যা বিশ্বের ক্ষুদ্র পণ্যের শহর হিসাবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে, ক্রস-বর্ডার ই-কমার্স এখানে দ্রুত বিকশিত হয়েছে। প্রথমে পরিসংখ্যান থেকে ই উ শহরের বৈদেশিক বাণিজ্য দেখুন।

ই উ শহরে ২১ লাখেরও বেশি ধরনের পণ্য আছে। শহরটির ২৩৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে। শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গেল বছর ই উ-এর আমদানি-রপ্তানির পরিমাণ ৫৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, বৃদ্ধির হার ১৫ শতাংশ। এর মধ্যে ক্রস-বর্ডার ই কমার্সের বৃদ্ধি উল্লেখেযোগ্য।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn