দাভোস ২০২৪—চীনের কণ্ঠস্বর বিশ্ব অর্থনীতিতে আস্থা যোগ করেছে
প্রধানমন্ত্রী লি এবং তাঁর নেতৃত্ব সরকারি ও ব্যবসায়িক প্রতিনিধিদল দাভোসে স্পষ্টভাবে জানিয়েছেন যে, চীন বিশ্বের সঙ্গে সহযোগিতা, উন্নয়ন ও সংলাপের মাধ্যমে মানবজাতির নানা ধরনের মতভেদ ও সমস্যা সমাধান করতে চেষ্টা করবে। যা ইতিহাসের এ অবস্থায় বিশ্বের জন্য সঠিক বাছাই।
এ ছাড়া, এটি ওয়াশিংটন চীনের বিষয়ে ভুল তথ্য এবং ভুল বোঝাবুঝি বাড়ানোর চেষ্টা করছে। পশ্চিমা শক্তি দাবি করে যে, চীন বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার দরজা বন্ধ করছে, বিদেশি কোম্পানিগুলিকে কালো তালিকাভুক্ত করছে এবং বাণিজ্যিক সমস্যা বৃদ্ধি করছে। এইগুলি ঠিক, এসব তারা তাদের নিজেদের দেশগুলির সঙ্গে বছরের পর বছর ধরে করে আসছে, কেবলমাত্র চীনা সংস্থার বিরুদ্ধেই নয়, বরং তাদের মিত্রদের বিরুদ্ধেও।
চীন উদ্যোক্তা, উদ্ভাবন, প্রতিভা এবং প্রযুক্তিকে সর্বদা মূল্য দেয়, আরও উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বের দেশগুলির সাথে সহযোগিতা করবে এবং একটি স্বচ্ছ আইন শাসিত ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য আরও চেষ্টা করবে।
বিশ্বের কিছু দেশ বিচ্ছিন্নতা এবং সংঘাতের ডাক দিচ্ছে। অন্যদিকে, লি ছিয়াং-এর বক্তৃতায় দেখা গেছে, চীন যোগাযোগ, উন্মুক্তকরণ এবং শান্তিপূর্ণ সহযোগিতার প্রচার করছে। বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন বহির্বিশ্বের জন্য নিজেকে উন্মুক্ত করার মৌলিক জাতীয় নীতি অনুসরণ করে যাবে এবং বিদেশের জন্য নিজের দরজা আরও প্রশস্ত ও বিস্তৃত করবে।
জিনিয়া/তৌহিদ/ফেই