বাংলা

লিয়াং চু ফোরাম: সভ্যতা বিনিময়ের মূল সুর

CMGPublished: 2023-12-06 14:01:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গেল ১০ বছরে, চীন “বেল্ট আ্যান্ড রোড” উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সংস্কৃতি, শিক্ষাসহ নানান ক্ষেত্রে সহযোগিতা করে আসছে এবং মানুষে মানুষে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সমঝোতা বাড়ছে। প্রেসিডেন্ট সি চিন পিং তার অভিনন্দনবার্তায় বলেন, পরস্পরকে সম্মান করা এবং সহাবস্থান করা মানবসভ্যতা বিকাশের সঠিক পথ। লিয়াং চু ফোরামের মাধ্যমে “বেল্ট আ্যান্ড রোড” উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সভ্যতার বিনিময় জোরদার হবে এবং বিশ্ব সভ্যতা প্রস্তাব বাস্তবাযন হবে। সমান, সংলাপ, পরস্পরের কাছ থেকে শেখা, এবং সহনশীলতা সভ্যতার চেতনা সৃষ্টি করবে। নানান দেশের মানুষ বন্ধুর মতো, পরিবারের মতো পরস্পরকে জানতে পারবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।

সহনশীলতা চীনা সভ্যতার একটি বৈশিষ্ট্য, আর লিয়াং চু ফোরাম চীনের সাংস্কৃতিক উন্নয়নের প্রমাণ। কেবল সহনশীল ও উন্মুক্ত সভ্যতা বজায় রাখলে মানবসভ্যতা উন্নত ও সমৃদ্ধ হতে পারে। বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় হলে মানবসভ্যতা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn