চীন ও যুক্তরাষ্ট্রের নিজ নিজ সাফল্য পরস্পরের জন্য সুযোগও
চীন ও যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক অবস্থা, উন্নয়নের পর্যায় এবং জাতীয় স্বার্থে রয়েছে নানা পার্থক্য। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে তবে অবশেষে সামনে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। কারণ মতভেদের পাশাপাশি দুদেশের মধ্যেও রয়েছে অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ। বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে আরও বেশি মানুষ উপলব্ধি করেছেন, নানা ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা দুদেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিশ্বের জন্য সেটা কল্যাণ বয়ে আনতে পারে।
চীনা ও মার্কিন জাতি দুটোই বাস্তববাদী জাতি। চীনারা বিশ্বাস করে কাজ কত কঠিন হোক না কেন, হাত দিলে সফল হওয়া যায় এবং মার্কিনিরা মনে করে কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। বালি দ্বীপ থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত - দু নেতার বৈঠকে যেসব মতৈক্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের সঠিক পথে ফিরে আসবে।