বাংলা

আজকের টপিক: ডাবল ইলেভেন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি

CMGPublished: 2023-11-08 16:48:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৮: ডাবল ইলেভেন ঘনিয়ে আসছে। বিশ্বের নজরও এখন চীনের ই-কমার্স বাজারের দিকে। আলিবাবা কর্তৃক সৃষ্ট বিশ্বের বৃহত্তম অনলাইন শপিং কার্নিভাল চীনের ভোক্তাবাজার, এমনকি গোটা অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ জানালা হয়ে উঠেছে।

প্রথমত, ডাবল ইলেভেনের হট ডেটা থেকে আবারও চীনের ভোগের সুপ্তশক্তি প্রমাণিত।

‘কয়েক মিলিয়ন গ্রাহক একই সময়ে কেনাকাটা করতে ই-কমার্স প্ল্যাটফর্মে যায়। এই সংখ্যাটি প্রতিবছর কেবল একটি করে নতুন রেকর্ডই সৃষ্টি করে না, চীনা ভোক্তাদের শক্তিশালী ক্রয়ক্ষমতা ও ভোগের ইচ্ছারও প্রতিফলন ঘটায়। এই ব্যয় কেবল পরিমাণে নয়, বরং ভোগের কাঠামো ও গুণগত মানের উন্নতিরও বহিঃপ্রকাশ ঘটায়। উচ্চমানের, কাস্টোমাইজড, ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদা পূরণের জন্য ই-কমার্স প্ল্যাটফর্মগুলোও তাদের পণ্য ও পরিষেবা ক্রমশ উন্নত করার দিকে মন দেয়।’

দ্বিতীয়ত, ডাবল ইলেভেনের জনপ্রিয়তা চীনের ই-কমার্স শিল্পের শক্তিশালী প্রাণশক্তি এবং নব্যতাপ্রবর্তনের ক্ষমতাও প্রদর্শন করে।

‘মাত্র কয়েক বছরে, চীনের ই-কমার্স শিল্প সাধারণ পণ্য লেনদেন থেকে একটি উদীয়মান শিল্পে বিকশিত হয়েছে যা পেমেন্ট, লজিস্টিকস ও তথ্যসহ একাধিক ক্ষেত্র কভার করে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলো গ্রাহকদের বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিগত মাধ্যমে কাস্টোমাইজড ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। একই সময়ে, ই-কমার্স শিল্প সক্রিয়ভাবে নতুন ব্যবসায়িক মডেল ও লাইভ স্ট্রিমিং, সোশ্যাল ই-কমার্স, ইত্যাদির মতো গ্রোথ পয়েন্ট অন্বেষণ করছে, যা এই শিল্পের ভবিষ্যত উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়ে চলেছে।’

তৃতীয়ত, ডাবল ইলেভেনের জনপ্রিয়তা ই-কমার্স শিল্পের জন্য চীনা সরকারের সমর্থন ও উত্সাহের প্রতিফলন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn