আজকের টপিক: মহাকাশের শান্তিপূর্ণ ব্যাবহারে চীন অব্যাহত অবদান রাখবে
২৬ অক্টোবর সকাল ১১টা ১৪ মিনিটে, চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষপণ কেন্দ্রে, লংমার্চ টু-এফ ওয়াই-১৭ পরিবাহক রকেটের মাধ্যমে, শেনচৌ-১৭ মানববাহী মহাকাশ-যান সুষ্ঠুভাবে উৎক্ষেপণ হয়। ২০ বছরে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি অনেক উন্নত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?