হাংচৌ প্যারা এশিয়াডে বিভিন্ন বাধা-মুক্ত সরঞ্জাম
অক্টোবর ২০: চীনের হাংচৌ প্যারা এশিয়ান গেমস ২২ অক্টোবর হাংচৌ সিটিতে শুরু হয়েছে। বর্তমানে গেমসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা চলছে। এবারের এশিয়ান প্যারা গেমসের মোট ১৯টি ভেন্যুর মধ্যে ১৭টি ভেন্যু সদ্যসমাপ্ত এশিয়ান গেমসেরও ভ্যেনু ছিল। এসব ভেন্যু কিভাবে রূপান্তরের কাজ সম্পন্ন হয়েছে এবং রূপান্তরের পর এসব ভেন্যু প্রতিবন্ধী ক্রীড়াবিদদের কী কী সুবিধা দিচ্ছে?