বাংলা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আগামী দশ বছর ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-10-23 15:06:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একটি দীর্ঘকালীন, আন্তঃদেশীয় এবং সামগ্রিক বৈশ্বিক উদ্যোগ হিসেবে, প্রথম ১০ বছরে বিআরআই ব্যাপক সাফল্য পেয়েছে। কিন্তু, এটি শুধু একটি সূচনা মাত্র। এবারের তৃতীয় বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা শীর্ষফোরামে ‌‌১৪০টিও বেশি দেশ ও ৩০টির বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাঁরা আসেন কেবল বিআরআই-এর দশম বার্ষিকী উদযাপন করতে নয়, বরং আগামী দশ বছরের নতুন অধ্যায় সৃষ্টি করতে। গত ১৮ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামীতে বিআরআই-এর আওতায় ৮টি কার্যক্রমের ঘোষণা দেন, যা বিআরআইয়ের গুণগত মানসম্পন্ন যৌথনির্মাণের জন্য প্রাণবন্ত চালিকাশক্তি যুগিয়েছে এবং তাতে চীনের দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

আগামী দশ বছরে বিআরআই বেশ কয়েকটি দিকে আরও উজ্জ্বল হবে। প্রথমত, সুষ্ঠু আন্তঃসংযোগের ভিত্তিতে বাণিজ্য ও বিনিয়োগের অবাধ ও সুবিধাজনক মান আরও উন্নত হবে; দ্বিতীয়ত: ডিজিটাল রেশমপথ গড়ে তোলার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উত্পাদনের কার্যকারিতা উন্নত হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন জায়গা সৃষ্টি হবে; তৃতীয়ত: ‘ছোট তবে সুন্দর’ প্রকল্পগুলোর বাস্তবায়নকাজ দ্রুততর হবে, যা স্থানীয়দের জীবিকা উন্নত ও সুবজ উন্নয়নসহ নানান খাতে ভূমিকা রাখবে।

গত দশ বছরে, বেল্ট অ্যান্ড রোড সদিচ্ছা থেকে বাস্তবে রূপ নেয়। আগামী সোনার দশ বছরে, বিআরআইয়ের গুণগত মানসম্পন্ন যৌথনির্মাণ বিভিন্ন দেশের আধুনিকায়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। আলজেরিয়ার চীনের মৈত্রী সমিতির চেয়ারম্যান স্মেলেই দেবেছে বলেছেন, বিআরআই অভিন্ন অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীনের উত্থাপিত একটি সহযোগিতামূলক পদ্ধতি। আগামী দশ বছরে প্রতিটি অংশগ্রহণকারী এতে লাভবান হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn