এশিয়ান গেমস ও জাতীয় দিবস; হাংচৌ শহরে পর্যটকের ঢেউ
দোকানের কর্মচারীদের মতে, মাস্কট- লিয়ানলিয়ান, ছোং ছোং এবং চেনচেনের স্টাফড পুতুল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
"এশিয়ান গেমসের তিনটি মাস্কট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আমরা বারবার আমাদের স্টক পূরণ করছি কারণ একবার তারা পৌঁছালে, সেসব দ্রুত বিক্রি হয়ে যাবে। আমরা প্রতিদিন অন্তত একবার মাস্কটগুলি পূরণ করে চলেছি," দোকানের প্রধান চেন চেন একথা বলছিলেন।
চীনা পর্যটকের পাশাপাশি এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়, সাংবাদিক এবং কর্মকর্তারা হাং চৌকে চাঙ্গা করে তুলেছেন। হাং চৌ শহরের বিভিন্ন স্থানে তাদের দেখা যায়। গেমসের পাশাপাশি তারা এ শহরে খাওয়া-দাওয়া, বিনোদন এবং শপিং করছেন। চীনের ইয়েল্প (Yelp) আপলিকেশনে তারা হাংচৌয়ের জীবন সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইয়েল্পের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত এক সপ্তাহে হাং চৌ অঞ্চলে ইংরেজি ভাষায় মন্তব্যের পরিমাণ ৩০০টিরও বেশি বেড়েছে।