ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতা করা একমাত্র সঠিক উপায়
অবশ্য, এবার জি-২০ শীর্ষসম্মেলনের আগে এর সম্পর্কে নেতিবাচক ধারণাও বেশি ছিল। বিশেষ করে ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ নিয়ে নানান পক্ষের মধ্যে মতভেদ রয়েছে। তবে, শীর্ষসম্মেলনে যৌথ ঘোষণায় মতভেদ পাশে রেখে একই কণ্ঠে কথা বলা হয়েছে। এটি বিশ্বের জন্য ভালো একটি খবর।
বিশ্বের অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে জি-২০ প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজ আমরা অর্থনীতি ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক নিশ্চয়তাসহ নানার সমস্যার মুখে। জলবায়ু পরিবর্তন, সাগরে জাপানের পারমাণবিক দূষিত পানি নিঃসরণ, মহামারী-পরবর্তী অর্থনীতির পুরুদ্ধারসহ নানান সমস্যার মোকাবিলায় নানান পক্ষের সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে আমরা একা থাকতে পারি না বরং ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করা হলো একমাত্র সিঠিক উপায়।