১৯তম এশিয়ান গেমসের মশাল রিলে প্রসঙ্গ
রিলের প্রথম টর্চ বহনকারী লুও শুয়েচুয়ান
প্রিয় বন্ধুরা, ১৯তম এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টবর পর্যন্ত চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। এটি হবে ইতিহাসে বৃহত্তম এশিয়ান গেমস। এই গেমসের মশাল রিলে ৮ সেপ্টেম্বর চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের আইকনিক পশ্চিম হ্রদের কাছে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কে কে এবারের মশাল রিলেতে অংশ নিয়েছেন এবং মশাল রিলে কেমন চলছে?