বাংলা

ফুকুশিমার সিফুড খাওয়ার অভিনয় করলে, পারমাণবিক দূষিত পানির অপরাধ কি মুছে যাবে?

CMGPublished: 2023-09-06 12:34:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবে, এই পটভূমিতে জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ফুকুশিমার সিফুড খাওয়ার অভিনয় করেছেন। এ থেকে স্পষ্ট যে, পারমাণবিক দূষিত পানি থেকে সৃষ্ট সমস্যা ও দায়িত্ব ছোট করে দেখানোর অপচেষ্টা করেছে জাপান। এ ধরণের আচরণ শুধু পরিবেশ ও খাদ্য নিরাপত্তায় গুরুতর প্রভাব ফেলবে না; বরং এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের বিরোধিতার মনোভাবে কোনো গুরুত্ব দেয় নি জাপান সরকার।

‘প্রধানমন্ত্রী কিশিদার এই আচরণ স্পষ্টতই জনসাধারণের গুরুত্বারোপ ও উদ্বেগের অবমাননা। পারমাণবিক দূষিতপানি সমুদ্রে ফেলা একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল সমস্যা, যা আন্তর্জাতিক সমাজের স্বার্থ ও ভবিষ্যত্ পরিবেশের সঙ্গে জড়িত। জাপান সরকারের উচিত আন্তর্জাতিক সমাজের সমালোচনা মনোযোগ দিয়ে শোনা এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে এই সমস্যার সমাধান করা। শুধুমাত্র খাওয়ার অভিনয় করে বাস্তবতা গোপন করা উচিত নয়। নিঃসন্দেহে ফুকুশিমার সিফুডে পারমাণমিক দূষিত পানির প্রভাব রয়েছে, তাই খাদ্য নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করা যাবে না। সিফুড পরীক্ষা করে স্থানীয় মত্স্যশিল্প এবং ভোক্তাদের পরমাণু দূষিত পানির দীর্ঘকালীন প্রভাব নাকচ করা যাবে না, আন্তর্জাতিক সমাজের উদ্বেগ ও বিরোধিতাও পরিবর্তন করা যাবে না। একটি দেশের নেতা হিসেবে কিশিদার উচিত তাঁর দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব প্রদর্শন করা। তাঁর আচরণ শুধু হতাশাজনকই নয়, বরং পারমাণবিক দুর্যোগের পর ফুকুশিমা বাসিন্দাদের বাড়িঘর পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক পরিবেশের ওপর আরও এক ধরণের আঘাতও বটে’।

বৈশ্বিক প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থার সুস্থতা রক্ষা করার জন্য দেশটির পারমাণবিক দূষিত পানি নিঃসরণের পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করতে জাপান সরকারকে আহ্বান জানাই আমরা। সেই সঙ্গে, আন্তর্জাতিক সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে যৌথভাবে সবচেয়ে উপযুক্ত সমাধানের প্রস্তাব খুঁজে বের করতে হবে, যাতে মানবজাতি ও পরিবেশের দীর্ঘকালীন স্বার্থ নিশ্চিত করা যায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn